শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম অফিস জানিয়েছে, একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়, পুলিশ সুপার এস এম শফিউলস্নাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এবং মহানগরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাবসহ আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)। এর আগে রাতের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট অফিস জানিয়েছে, ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে সিলেটের বিভিন্ন অঙ্গন। একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, ডিআইজি, সিলেট রেঞ্জ শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রমুখ। স্টাফ রিপোর্টার, কুমিলস্না জানান, একুশের প্রথম প্রহরে কুমিলস্না কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতিক উলস্নাহ খোকন, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল-আমিন সাদী, কুমিলস্না প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমানসহ নেতৃবৃন্দ। বুধবার সকালে কুমিলস্না দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, জসিম উদ্দিন চৌধুরী, হাজি মো. ইলিয়াস, সাজ্জাদ হোসেন স্বপন, এমএ করিম, পার্থ সারথী দত্ত, কোহিনুর বেগম প্রমুখ। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, অনিমেষ সোম, বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর, সদর ইউএনও তানিয়া তাবাসসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তারসহ সর্বস্তরের নেতারা। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। এর পরে জেলা পুলিশের একটি চৌকষ দল শহীদদের স্মরণে গার্ড অব অর্নার প্রদান করেন। কুষ্টিয়া প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টর চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এইস এম আব্দুর রকীব। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী দপ্তর ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে দিবসটি উপলক্ষে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনর পক্ষে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শামীম হাসান। পরে পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পলস্নব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইবরাহীম শাহীন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের শিক্ষক-কর্মচারীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। কলেজের অধ্যক্ষ এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আলী নওয়াজ ভূঁইয়া, মোহাম্মদ ফারুক হোসেন, আবুল হোসেন, এ কে এম জাহিদ সরোয়ার, ইসমত আরা, মোসা. কামরুন নাহার, রোকসানা পারভিন, শাজাহান শিকদার, এ কে এম সায়েম, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক হারুন অর রশিদ, আকলিমা আক্তার, এমদাদুল হক, আলমগীর হোসেন, আসমাউল হুসনা ডেইজী প্রমুখ। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের নেতৃত্বে ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুর প্রতিনিধি জানান, একুশের প্রথম প্রহরে ফরিদপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী ঝর্না হাসান, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, এলিট রক্তদান ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, গরিব দুস্থ অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ, ভাষা শহীদদের স্মরণে শহরের্ যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাশেদ আহমেদ রাজু। ফাউন্ডেশনের জেলা সভাপতি কারিমন আকতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পস্ন্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী সংস্থা জেলা সম্পাদক ইঞ্জিনিয়ার রোকন উদ দৌলা, অর্থবিষয়ক সম্পাদক রিপন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ প্রমুখ। রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম, ওসি সাফায়েত হোসেন পলাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উলস্নাহ প্রমুখ। চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, মডেল থানা ও এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অপর্ণ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন মেয়র একরামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, কৃষি কর্মকর্তা আল মামুন প্রমুখ।
শান্তিগঞ্জ (সুনামগঞ্চ) প্রতিনিধি জানান, শান্তিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে করেছেন শান্তিগঞ্জ প্রেস ক্লাব নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী কমিটির সদস্য নাহিদ আহমেদসহ প্রেস ক্লাব নেতারা।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, মুক্তাগাছায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর পরিষদ, মুক্তাগাছা প্রেস ক্লাব, থানা প্রশাসন, স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, প্রকৌশলী সফিকুল ইসলাম প্রমুখ।
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ওসি মাহাম্মদ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা প্রমুখ।
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কুতুবদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন মাস্টার তৌহিদুল ইসলাম কাজল, মাস্টার আমিনুল হক, মাস্টার মিজানুর রহমান, সংবাদকর্মী শাহেদুল ইসলাম মনির, মাস্টার জয়নাল আবেদীন, দাউদ প্রমুখ।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভ‚মি) শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) মনিরুজ্জামান, ওসি আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও আওয়ামী লীগ সম্পাদক মোফাজ্জল হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির, সদস্য নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মেয়র আইয়ুব বাবুল, সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আবদুল খালেক প্রমুখ।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভ‚ঞা জনীর নেতৃত্বে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) ফাহমিদা আফরোজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ওসি জসীম উদ্দীন প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন সংসদ সদস্য আবদুর রশীদ। এরপর উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, সরিষাবাড়ী পৌরসভা, সরিষাবাড়ী থানা, সরিষাবাড়ী হাসপাতাল ও অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর, সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব, এনজিও ফোরাম সরিষাবাড়ীসহ নানা সংগঠন ফুলের শ্রদ্ধাঞ্জলি দেন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজদিখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ও সহকারি কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ওসি মোক্তার হোসেন শ্রদ্ধা জানান।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাহী অফিসার মু. রাশেদুজ্জামানের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং কাশিয়ানী প্রেস ক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন মসজিদ ও মন্দিরে মোনাজাত করা হয়।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনিক চত্বরের শহীদ মিনারে ইউএনও নাহিদা সুলতানার নেতৃত্বে পুষ্পস্তপক অর্পণ করে উপজেলা প্রশাসন। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তাগণ। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদার সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ওসি মামুনুর রশিদ, মাধবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ নিত্যানন্দ সরকার প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, সহকারী কমিশনার (ভ‚মি) ডিপ্লোমেসি চাকমা, ওসি ওবায়দুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।
ফেনী প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে ‘প্রভাতফেরি’ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়াও জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতারা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল মামুন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। এরপর শ্রীপুর থানা, উপজেলা শিক্ষা অফিস, শ্রীপুর ট্যুরিজম, দুস্থ সেবায় যুব উন্নয়ন সমিতি, শ্রীপুর প্রেস ক্লাব, উপজেলা সাংবাদিক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, শ্রীনগরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) সাফফাত আরা সাঈদ, ওসি আব্দুল্লাহ আল তায়াবির, বীর মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ইউপি চেয়ারম্যান জিএস নাজির হোসেন, ফজলুর রহমান, হামিদুল্লাহ খান মুন প্রমুখ।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, মোল্লাহাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সরকারি জাতির জনক মহিলা মহাবিদ্যালয়, কেআর কলেজ, লুৎফর রহমান বিএম কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, প্রেস ক্লাব মোল্লাহাট, পল্লীবিদ্যুৎ মোল্লাহাট জোনাল অফিস, সোনালী ব্যাংক, ফায়ার সার্ভিস, উদয়পুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হালিমা খানম, ওসি নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
এছাড়াও ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটি, ভাঙ্গুড়া প্রেস ক্লাব, ভাঙ্গুড়া বণিক ও শিল্প সমিতি, উপজেলা ও পৌর হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, ভাঙ্গুড়া ড্রাগিস্ট এন্ড কেমিস্ট, ভাঙ্গুড়া বাজার দোকান মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি জানান, আশুলিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানার কমিটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি সুলতান মাহমুদ বাদশা, সাধারণ সম্পাদক সোহাগ মুন্সী, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মÐল, যুগ্ম সম্পাদক মো. পলাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভীন শিলা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গোলাম রাব্বী প্রমুখ।
হাবিপ্রবি প্রতিনিধি জানান, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাচ ধারণ করেন। এ সময় উপস্থিত ছিলন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো মাহাবুব হোসেন। এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাত ফেরির আয়েজন করা হয়।
পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ক্রমান্বয়ে ডিনগণ, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মকর্তাদের সংগঠন, বাংলাদশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা।
পরে শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহনাজ পারভীন বীথির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, চরভদ্রাসন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মেজবাহ উদ্দিন প্রমুখ।
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, রাঙ্গামাটির নানিয়ারচরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা এবং সরকার দলীয়, বিরোধী দলীয় নেতারা। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’ বাজানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, অ্যাডভোকেট মামুন ভ‚ইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্ত শ্রী শাহা, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সম্পাদক ফারুক হাওলাদার প্রমুখ।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, শিক্ষক, উপজেলা প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
পরে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা, রবার্ট ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা. রুইহলা অং মারমা।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী। আরও উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারীপ্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারীপ্রধান আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, কলেজ সমন্বয়কারী প্রভাষক মনজুরুল হক, মোহাম্মদ শাহীন, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উপজেলা প্রশাসন ও নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভ‚ঁইয়া, পৌর মেয়র সুন্দর আলী, এসি ল্যান্ড শামসুজ্জাহান কনক, ওসি মোহাম্মদ আহসানউল্লাহ প্রমুখ।
এ ছাড়া আড়াইহাজার থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান উপদেষ্টা রফিকুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক বাদল আহমেদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সোলায়মান হাসান, জাইদুল হক, সাংবাদিক মনিরুজ্জামান সরকার, মোস্তফা কামাল, জাকির হোসেন প্রমুখ।
ভ‚ঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ভ‚ঞাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, দোয়া ও প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) ফাহিমা বিনতে আখতার, সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ওসি আহসান উল্লাহ প্রমুখ।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর সোলেমান, কাউন্সিলর ওসমান গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাপর আলম, সেক্রেটারি এস এম হারেস মিয়া, সাবেক যুগ্ম আহŸায়ক শফিউল আজম, আবুল কালাম, মো. আলী, রাসেল, সাদ্দাম, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম, উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান ও ফুলবাড়ী সার্কেলের সিনিয়র পুলিশ পরিদর্শক আক্রাম হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। বেরোবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা, বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রি’র মহাপরিচালক ড. শাহজাহান কবীর। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান ও ড. আব্দুল লতিফ।
এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের নেতৃত্বে পরিচালক, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আলোচনা অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, ড. ফেরদৌসী ইসলাম, ড. তারিকুল ইসলাম, ড. নজরুল ইসলাম, ড. মুন্সী রাশীদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম প্রমুখ ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস্ কাউন্সিল, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ, গাছা থানা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে বশেমুরকৃবি’তে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, কাহারোলে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমা বেগম প্রমুখ।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ইউএনও শাহ সজীবের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, ওসি ফরিদ উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সিরাজুল ইসলাম এমপি শ্রদ্ধা জানান।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে শিক্ষার্থীদের নিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন খাঁ স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়। মাহফুজুর রহমান নাশিদের পৃষ্ঠপোষকতায় এবং বিদ্যালয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোকলেসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাকাত আলী মÐল ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম খাঁ।
সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় প্রতিযোগিতার বিচারক এবং পুরস্কার প্রদান করেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসন এবং রাজাপুর ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক রাশেদুল আউয়াল রিজভী। বিষেশ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা প্রমুখ।
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাসের গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেনসহ শ্রদ্ধা জানান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, রেজাউল করিম, মোসা. জেবুন্নাহার, প্রভাষক মহিদুল হক, সালমা খাতুন, অহিদুজ্জামান, মাহফুজুল ইসলাম সায়মুম, হালিমা আক্তার, মেহেদী মাসুদ মুন্সি, মো. সালাহউদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।
শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরা শালিখায় দিবসটি উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন, উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে দৌলতপুরের লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) কিশোর কুমার দাশ, ওসি আবু ছালাম মিয়া পিপিএম, ওসি (তদন্ত) সজল খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক আহŸায়ক খলিলুর রহমান তালুকদার প্রমুখ।
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এনামুল হাসান, ওসি হানিফ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এদিকে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য দিবসের প্রথম প্রহরে বদলগাছী ও পরে মহাদেবপুর উপজেলা কমপ্লেক্সে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। অপরদিকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন রাণীনগর ও পরে আত্রাই উপজেলা কমপ্লেক্সে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার রাশিদুল হক, জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পৌরসভা, জেলা পরিষদ. সিভিল সার্জন এর অফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুরে বুধবার সকালে উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, সহকারী কমিশনার (ভ‚মি) মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মÐল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন প্রমুখ।