সভা অনুষ্ঠিত
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়নের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) সজল খান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন।
আইনশৃঙ্খলা সভা
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ওসি তদন্ত হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইসলামি জলসা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা জান্নাতুন নাঈম সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামি জলসার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। প্রধান বক্তা ছিলেন নিবারস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সোমবার দ্বিতীয় দিন রাতে ডিগ্রি কলেজ মাঠে মাদ্রাসার কমিটির সভাপতি বিশিষ্ট ব?্যবসায়ী ইঞ্জিনিয়ার আলহাজ মোজাহারুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও মাওলানা এ কে এম আব্দুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ?্যক্ষ সাইদুর রহমান, আওয়ামী লীগ সভাপতি এস এম সামশীল আরেফিন টিটু।
নলকূপ প্রদান
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে নলকূপ ও নলকূপ স্থাপনের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বকশীগঞ্জ সদর ইউনিয়নের নঈম মিয়ার বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্ট অব অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম উপস্থিত ছিলেন।
বিদায় ও বরণ
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী পৌরসভার প্রশাসক আবু রায়হানের বিদায় ও নতুন প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরীর বরণ অনুষ্ঠান মঙ্গলবার পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী প্রশাসক আবু রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পৌর নির্বাহী কর্মকর্তা বিপস্নব চন্দ্র মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল।
চেক বিতরণ
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে এক কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন প্রধান অতিথি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
দপ্তর পরিদর্শন
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
চারঘাট উপজেলায় মঙ্গলবার বিভিন্ন স্কুল, আশ্রয়ণ প্রকল্প ও ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, মেয়র একরামুল হক, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মানজুরা মুশাররফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, ভূমি অফিসের (ভারপ্রাপ্ত) কানুনগো আব্দুলস্নাহ আল মাসুম, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনন্দ কুমার দাস, মুংলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লাইলা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকরা।