বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

চারা বিতরণ

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিলস্নার চৌদ্দগ্রামে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী উপলক্ষে ১৭৫ জন কৃষক-কৃষাণীদের মধ্যে সার-বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জোবায়ের হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহআলম মজুমদার, আরিফ সোলেমান, সামছুল ইসলাম, এসএপিপিও নাজমুল হাসান প্রমুখ।

মেলা উদ্বোধন

ম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণপাল, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উলস্নাহ লিটন ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সহপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ফুলেল শুভেচ্ছা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় যোগদানকৃত নতুন ইউএনও আরিফ আদনান'কে শুভেচ্ছা জানালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সোমবার ইউএনও'র কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলের তোড়া হাতে দিয়ে তাকে বরণ করেন। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান উপস্থিত ছিলেন। পরে ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গণগ্রন্থাগার উদ্বোধন

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ড, জ্ঞান অন্বেষণ পাঠাগার ২৫ বছরে পদার্পণ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান গণগ্রন্থাগার উদ্বোধন, আল আকসা জামে মসজিদের পাইলিং কাজ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জ্ঞান অন্বেষণ পাঠাগারের সামনে পরিচালনা কমিটির সভাপতি, মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নাদিম আহম্মেদ শিমুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. আজমত উলস্নাহ খান, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর, মো. হেলাল উদ্দিন।

ক্রিকেট টুর্নামেন্ট

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় রোববার প্রাথমিক শিক্ষক ২০তম ব্যাচের আয়োজনে বরদল প্রাথমিক বিদ্যালয় মাঠে কিক্রেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা অংশগ্রহণ করেন লেঙ্গুরা ইউনিয়ন বনাম কৈলাটি ইউনিয়ন। ওই টুর্নামেন্টের (ভার্চুয়ালি) উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। খেলায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সারোয়ার জাহান, মোজাম্মেল হোসেন, ইউআরসি পরিদর্শক ভবতোষ পাল, উপজেলা শিক্ষক সমিতির নেতা বাবুল হোসেন, শাহজাহান কবির, মাহতাব উদ্দীন মোহসীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন সরকার বাবন, হাফিজুর রহমান আনসারী।

শুভেচ্ছা নিবেদন

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় মানিকছড়ি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা। সোমবার দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলকক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ-সম্পাদক মো. জাকির হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ বিন সিরাজ ও দপ্তর সম্পাদক মো. কাউসার হামিদসহ অন্য সদস্যরা এই শুভেচ্ছা জানান।

পদক প্রতিযোগিতা

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যায়ে সোমবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিক্তিক কুইজ ও কাবিং বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মো. নৌসাদ মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ।

সুবর্ণ জয়ন্তী পালিত

ম মেহেরপুর প্রতিনিধি

আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। সোমবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. শামীম হাসান কেক কেটে বাংলাদেশের শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সাইদুর রহমান। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, শাশ্বত নিপ্পন চক্রবর্তীসহ জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

কাব্যগ্রন্থ উপহার

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

শুধুই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার বই বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। শুধুই বঙ্গবন্ধু কে নিয়ে কবিতার বই বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। ভেড়ামারা উপজেলা চত্বরের বই মেলায় বঙ্গবন্ধু কীর্তিতে অবিনশ্বর কাব্যগ্রন্থটি পাওয়া যাবে।

মোড়ক উন্মোচন

ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা, কবি ইঞ্জিনিয়ার ফজলুল হকের লেখা 'জন্মভূমি' নামে একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার প্রেস ক্লাব হলরুমে জলতরঙ্গ সাহিত্য পরিষদ জলঢাকার আয়োজনে এবং কবি ইঞ্জিনিয়ার মো. ফজলুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, কবি ফজলুল হকের মেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. নাহিদা আক্তার স্মৃতি, জলতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান স্টালিন।

\হ

ছাত্রদের পাগড়ি প্রদান

\হম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ড মালিকের বাড়ি শরীফপর তালতলা আশ্রফ মার্কেট এলাকায় হামিউস সুন্নাহ কাসেমুল উলুম কাওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম হারুন সিপাহীর সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ মো. আব্দুলস্নাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাছা থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুলস্নাহ আল মামুন মন্ডল, বিশেষ অতিথি ছিলেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন খান।

মাঠ দিবস

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ভাইরাস-মুক্ত উচ্চ ফলনশীল আলু ব্র্যাক-চলিস্নশাসহ বিভিন্ন জাতের আলুর চাষ করে চলতি মৌসুমে সফলতা পেয়েছেন এরকম শতাধিক আদর্শ কৃষককে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ডুগডুগীহাট ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ডিলার মো. শফিকুল ইসলামের আয়োজনে হরিপাড়া হাট দীপশিখা অফিস চত্বরে আদর্শ কৃষক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস্‌ ম্যানেজার মো. রশিদুল ইসলাম, মার্কেটিং কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

অবহিতকরণ সভা

ম প্রতিনিধি (রাঙামাটি) জুরাছড়ি

জুরাছড়ি উপজেলায় 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, এস আই রিয়াদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফয়সাল বিন ফেদৌস, সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ ভুঞা।

অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

\হম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মেনকেয়ার অ্যাম্বাসেডর/মেনকেয়ার দ্রম্নতদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১৩জন দম্পতিদের নিয়ে প্রশিক্ষণে আলোচনা হয়। ওই প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, বিজনেস ডেভলপমেন্ট কর্মকর্তা খলিল উলস্নাহ, অ্যাকাউন্স কাম অ্যাডমিন কর্মকর্তা আনিছুর রহমান, কমিউনিটি ফ্যাসিলিটেটর শিমু আক্তার, ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে