এবার বেনাপোল নোম্যান্সল্যান্ডে হচ্ছে না মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বেনাপোল (যশোর) প্রতিনিধি
এ বছর বেনাপোল নো ম্যান্সল্যান্ডে যৌথভাবে পালিত হবে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন হতো। দুই বাংলার ভাষাপ্রেমীরা সকাল থেকে দলে দলে মিলেমিশে একাকার হয়ে যেত। বিদায় বেলায় একে অন্যকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ত। সীমানা পেরিয়ে এ মিলন মেলায় দুই দেশের হাজার হাজার মানুষ যোগ দিত। চলত সকাল থেকে ভাষা শহীদদের নিয়ে আলোচনা, কবিতা, গান ও নৃত্য। এ বছর ভাষা দিবসটি দুই বাংলার মানুষ এক হয়ে উদযাপন না হওয়ায় এরই মধ্যে অনেকে মন্তব্য করেছেন তাহলে কি কালের পরিক্রমায় বিলুপ্তি হতে যাচ্ছে দুই বাংলার যৌথ আয়োজন ভাষা দিবসটি। ভৌগোলিক সীমারেখা পেরিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দুই দেশের মানুষ বুকে কালোব্যাজ, নানা রঙের ফেস্টুন, ব্যানার ও ফুল দিয়ে দিবসটি পালন করত। কিন্তু এ বছর বেনাপোলে খুলছে না সীমান্ত গেট। এবার যৌথভাবে একুশের কোনো অনুষ্ঠান নো ম্যান্সল্যান্ডে হবে না, কি কারণে তার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে দুই দেশের মুষ্টিমেয় কিছু ভাষাপ্রেমী মানুষ বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে। এ বছর ২১ উদযাপন না হওয়ায় স্থানীয়রাসহ দেশের অনেক অঞ্চলের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। নড়াইল থেকে ভারতগামী অমিতাভ সিংহ নামে একজন পাসপোর্ট যাত্রী বলেন, 'প্রতিবছর ২১ ফেব্রম্নয়ারি ভাষা দিবস উদযাপন করতে বেনাপোলে আসতাম। এ বছর দিবসটি না হওয়ার জন্য পাড়ি জমাচ্ছি ভারত। সেখানে কয়েকটি স্থানে ভাষা দিবস উদযাপন হবে।'