বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ইব্রাহীম খাঁ সরকারি কলেজ ও বীরহাটি এলাকায় কুকুরটি ছোটাছুটি করে পথচারীদের কামড়ায়। স্বাস্থ্য কমপেস্নক্সে ভ্যাকসিন না থাকায় কুকুরের কামড়ে আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।

স্থানীয়রা জানায়, একটি পাগলা কুকুর দৌড়াদৌড়ি করে নানা জায়গার পথচারীদের ওপর আক্রমণ করে ও কামড় দেয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন-ভূঞাপুর পৌরসভার বীরহাটি গ্রামের আব্দুল হালিম (৩৮), বামনাহাটা গ্রামের জহুরুল ইসলাম (২৩), ফসলান্দি গ্রামের আতিকুর রহমান (৩৮), পশ্চিম ভূঞাপুরের লিলি বেগম (৩০), স্কুলছাত্রী জুই খাতুন (৯) প্রমুখ।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইফাত ফারজানা জানান, 'কুকুরের আক্রমণের শিকার হয়ে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে