পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৩২নং বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৩ সালে তৎকালীন বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন প্রেসিডেন্ট মুনসুর আলী আহম্মেদ হাওলাদার প্রতিষ্ঠা করেন। উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিদ্যালয়ের অবস্থান। গত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিদ্যালয়টি উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান এবং ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
বিদ্যালয়টিতে রয়েছেন ৫জন শিক্ষক। একটি ভবনে ৪টি শ্রেণিকক্ষে পড়াশোনা করছে ১৫১ জন শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের ভেতরের দেয়ালে পশুপাখি, ফল ও ফুলের চিত্রের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, বেগম রোকেয়া, মাইকেল মধুসূদন দত্ত, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, আহসান হাবিব, নবাব সিরাজদৌলা, শহীদ তিতুমীর, ঈশা খাঁসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির ছবি রয়েছে শ্রেণিকক্ষের দেয়ালে দেয়ালে। দেয়ালজুড়ে মনীষীদের বাণী ও বিভিন্ন চিত্রকর্মে ভরা। বিদ্যালয়ে শিক্ষার্থীরাও নানাভাবে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গত ৫ বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও অকৃতকার্য হয়নি।
প্রধান শিক্ষক ফিরোজ রব্বানী বলেন, শতভাগ পাস নিয়ে উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যালয়টি। প্রতি বছরই শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন সরকারি বৃত্তি পাচ্ছে।