ঝিনাইদহে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পলস্নী ও শিশু পার্কে অংকুর নাট্য একাডেমির ২৮ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের উদ্বোধন করা হয়।
অংকুর নাট্য একাডেমির আজীবন সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রান্তিক সাংস্কৃতিক পলস্নী ও শিশু পার্কের চেয়ারম্যান খন্দকার হাফিজ ফারুক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু, গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, ঝিনাইদহ জেলা নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুরের আজীবন সদস্য আশরাফুল আলম। উৎসবের প্রথম দিনে পরিবেশন করা হয় নাটক, নাচ, গান ও কবিতা আবৃতিসহ নানা পরিবেশনা। অংকুর নাট্য একাডেমির সদস্যরা এই পরিবেশনায় অংশ নেয়। এ ছাড়া দেশীয় ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, পাকানসহ বাহারি স্বাদের পিঠার স্টল প্রদর্শন করা হয়।