নদীতট আইন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে নদী তট আইন অনুযায়ী নদীর সীমানা নদীকে ফিরিয়ে দেওয়ার দাবিসহ পাঁচদফা দাবিতে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি -যাযাদি
নদীতট আইন অনুযায়ী নদীর সীমানা নদীকে ফিরিয়ে দেয়ার দাবিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ও দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ, মুক্তেশ্বরী ও চিত্রা বাঁচাও আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। দাবিগুলোর মধ্যে রয়েছে- উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদ সংযোগ দ্রম্নত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের ওপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধকরণ এবং কপোতাক্ষ, চিত্রা, বেতনা, মুক্তেশ্বরী, হরিহরসহ নদীর ওপর অপরিকল্পিত সংকীর্ণ সেতু অপসারণ ও নির্মাণ বন্ধকরণ, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল কপালিয়াসহ বিলে বিলে টিআরএম চালুকরণ। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ। বক্তব্য রাখেন নদী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, আনিচুর রহমান, অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, তসলিম-উর-রহমান, মিজানুর রহমান, অনিল বিশ্বাস, আব্দুর রহিম প্রমুখ।