রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

উঠান বৈঠক

ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা দ্বিতীয় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার তথ্যকেন্দ্র আয়োজিত উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাজনীন নাহারের সার্বিক ব্যবস্থাপনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল প্রমুখ।

প্রথম সিজার

ম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রতিষ্ঠার ৪১ বছর পর প্রথমবারের মতে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। রোববার জোসনা বেগম (৩২) নামে এক প্রসূতি সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। এর মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর যাত্রা শুরু করল হাসপাতালের অপারেশন থিয়েটার। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. রাজ্জাক ও সহকারী সার্জন রেজাউল করিমের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করেন জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনি) খন্দকার মাহবুবা জান্নাত। অ্যানেসথেসিয়ায় ছিলেন ডা. মমতাজুল ইসলাম।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সদস্য পলস্নী-উন্নয়ন কর্তকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, আইসিটি সহকারী কর্মকর্তা নাঈমা আক্তার।

অবহিতকরণ সভা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কানাডিয়ান ফুডগ্রেইনস ব্যাংক অ্যান্ড ওয়ার্ল্ড রিনিউ ইউএসএ ও কানাডা অর্থায়নে নিরাপদ প্রকল্প (অ্যাগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড) অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দাতা সংস্থার ম্যানেজার জর্জ মিঠু গোমেজ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস।

বিনামূল্যে চিকিৎসা

ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম গ্রম্নপের সৌজন্যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখার সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সায়হাম গ্রম্নপের জিএম ব্রিজে (অব.) আহসান ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম শামীম, সায়হাম গ্রম্নপের মহাব্যবস্থাপক প্রকৌশলী রেজাউল হক, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ চৌধুরী।

লিফলেট বিতরণ

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী পৌর বাজারে সাধারণ মানুষের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে কালিবাড়ী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ আলী সাহাজুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সসিবলি সসাদিকসহ বিভিন্ন স্তরের নেতারা।

মতবিনিময় সভা

ম স্টাফ রিপোর্টার, যশোর

'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যশোরের আয়োজনে সোমবার জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার। স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম।

ক্রীড়া প্রতিযোগিতা

ম মদন (নেত্রকোনা) প্রতিনিধি

জমজমাট আয়োজনে শেষ হয়েছে নেত্রকোনার মদন উপজেলার নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সর্কেল রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল বারী, প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

ম রূপসা (খুলনা) প্রতিনিধি

খুলনা রূপসায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত চতুর্থতম অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী ও তেরখাদা ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করেন। রোববার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজের পরিচালনায় সমাজসেবক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান, থানা ওসি শওকত কবীর।

উরস সম্পন্ন

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

হযরত গাউসুল আজম মাইজভান্ডারির খলিফা মুজাদ্দিদে দ্বীনে মিলস্নাত মুফতিয়ে আজম হযরত শাহসূফি আলস্নামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক.) খেলাফত প্রাপ্ত খলিফা ও অছিয়ে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি (ক.)-এর অন্যতম স্নেহধন্য ফয়েজপ্রাপ্ত প্রখ্যাত আলেমেধীন সুফিসিদ্ধ ওয়ায়েজ হযরত মাওলানা শাহসূফি সৈয়দ কামাল আহমদ মাইজভান্ডারির পবিত্র বার্ষিক উরশ শরিফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডস্থ উত্তর রাঙ্গামাটিয়া শাহ সাহেব হুজুরের বাড়িতে এ উরশ সম্পন্ন হয়।

অফিস উদ্বোধন

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এজেন্ট অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অথিতি ছিলেন পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ডিপার্টমেন্ট কর্মকর্তা তৌফিক হোসেনসহ আরও সুধিজন ছিলেন।

মাসিক সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।

কমিটির ওরিয়েন্টেশন

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে মসজিদের ইমামদের নিয়ে নারী ও শিশু নির্যাতন রোধকল্পে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পচাবহলা আকন্দবাড়ী জামে মসজিদের সভাপতি এএম ফজলুল হক (সাবেক প্রধান শিক্ষক) উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের অ্যাকাউন্টস কাম অ্যাডমিন অফিসার আনিছুর রহমান, খলিশাকুড়ি জামে মসজিদের ইমাম মো. শাহাদাৎ হোসেন, মুখশিমলা ফরাজিবাড়ী জামে মসজিদের সভাপতি মুকছেদ আলী সরকারসহ আরও অনেক।

অ্যাথলেটিস প্রতিযোগিতা

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বার্ষিক অ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর মো. নাজমুস সাদেকীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান। দুই দিনব্যাপী অনুষ্ঠিত অ্যাথলেটিস প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমিতির নির্বাচন

ম শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মুনশী নাসের ইবনে আফজাল বিষয়টি নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী ২২ ফেব্রম্নয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ তারিখ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৭ তারিখ, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ ফেব্রম্নয়ারি বেলা ১২টায় ও ৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী

ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষের্ যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান। বক্তব্য রাখেন চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম কাজী, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নাজমুল হুদা পারভেজ, আবু হানিফা প্রমুখ।

কমিটি গঠন

ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে দ্বিবার্ষিক সম্মেলনে অভিমান্য দাস সভাপতি, স্মরণ মজুমদার সাধারণ সম্পাদক, অরুণ দে সাংগঠনিক সম্পাদক ও তপন সরকারকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শিশির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ।

আইনশৃঙ্খলা সভা

ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এ সময় ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, গোয়েন্দা সংস্থা এনএসআই সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল উপস্থিত ছিলেন।

ছাগল বিতরণ

ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ইমপ্রম্নভমেন্ট রুটের (নীড়) বাস্তবায়নে ১৫টি দরিদ্র পরিবারের মধ্যে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের জমিরশাহ পাড়ায় সংগঠনটির প্রধান কার্যালয়ে দেশি জাতের ছাগল পালন প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। ন্যাশনাল ইমপ্রম্নভমেন্ট রুটের (নীড়) সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইমপ্রম্নভমেন্ট রুটের (নীড়) নির্বাহী পরিচালক আইনুল হক শাহ, ইউপি সদস্য রাঁধা রাণী রায় প্রমুখ।

বিষয়ভিত্তিক কুইজ

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মাঠে ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু এ সময় শাপলা খাতুন, পুলিশ অফিসার শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে