নীলফামারীতে শিশু ও যুবমেলা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
'আমার জীবন, আমার স্বপ্ন' এ সেস্নাগান নিয়ে নীলফামারীর উন্নয়নে দিনব্যাপী শিশু ও যুবমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু ও যুবদের শারীরিক মানসিক বিকাশ এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার ও এনজিও সমন্বিতভাবে কাজ করছে। জেলা শিল্পকলা অডিটরিয়াম হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে সংস্থার সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আসাদুজ্জামান নূরকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। পরে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বিভিন্ন বিষয়ের ওপর প্রদর্শিত স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা সদরের একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের পাঁচশ' শিক্ষার্থী এতে অংশ নেয়।