আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রম্নয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবস পালনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। আঞ্চলিক স্টাফ রিপার্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেত্রকোনা পৌরসভার বাস্তবায়নে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রম্নয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সোমবার পৌর পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অমর একুশে ফেব্রম্নয়ারির আয়োজনের সর্বশেষ প্রস্তুতির অগ্রগতি পরির্দশন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, পৌর কাউন্সিলর শাকিল ঢালী, সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলন, কনজারভেটিভ ইন্সপেক্টর জহিরুল হক খান টিপু, কর আদায়কারী কামরুল হাসান মামুন, রাসেল আহমেদ, ওয়ালিউলস্নাহ পারভেজ, আমিরুল ইসলাম, সৌরভ চৌধুরী ধ্রম্নব প্রমুখ। ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, আব্দুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ডোমার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান প্রমুখ। মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে সোমবার ইউএনও'র সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও উজালা রাণী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক হানিফ সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএনও (অ.দা.) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার জিলস্নুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার সাইদুর রহমান, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান শামছুল হোসাইন, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, সাংবাদিক নেতা এসএম শাজাহান সেলিম, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।