ভূঞাপুরে যমুনার বালুচর কেটে বিক্রির অভিযোগ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বাঁধ (রাস্তা) নির্মাণ করে জেগে উঠা চর বেকু দিয়ে কেটে ট্রাকযোগে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও কোনাবাড়ি মৌজা এলাকায় যমুনা নদীতে জেগে উঠা চর বিক্রি করছেন স্থানীয় ওই ব্যক্তিরা। সরেজমিনে দেখা গেছে, চিতুলিয়াপাড়া এলাকা যমুনা নদীর বাঁধের সড়কে সতর্ককরণ একটি সাইটবোর্ড টাঙিয়েছে। এতে বলা হয়েছে, 'বাঁধের ওপর স্থাপিত জিও ব্যাগ, জিও সাঁট (কাপড়) যাতে নষ্ট না হয়, সে জন্য কোনো প্রকার নৌকার অ্যাংকর, খাড়াল কোদাল, কাঁচি, বেস্নড, দা, কুড়াল সিগারেট বিড়ির আগুন, ইত্যাদি দ্বারা কাটা বা ক্ষতিগ্রস্ত না করার জন্য আহ্বান জানানো হয়।' কিন্তু এসব কিছুই মানছেন না বালু ব্যবসায়ীরা। দিনরাত অবাধে বালুচর কেটে বিক্রি করা হচ্ছে। স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেখানে সরকার দলীয় লোকজন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করে বিক্রি করছে, সেখানে প্রতিবাদ করলে নিজের ক্ষতি ছাড়া কিছুই হবে না। যারা ব্যবস্থা গ্রহণ করবেন, তাদের মাসোহারা দেওয়া হয় নিয়মিত। এ ছাড়া জনপ্রতিনিধিরাও বালু উত্তোলনে জড়িত। দ্রম্নত জেগে উঠা চর কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভাঙনের শিকার এলাকাবাসী। বালু ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা জুরান আলী মন্ডল বলেন, 'ওখানে আমি নিজে বালু উত্তোলন করি না। স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম মেম্বারসহ বেশ কয়েকজন করেন। আপনারা কি আমাকেই দেখেন। অন্যদের ঘাট চোখে পড়ে না।' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, নদী থেকে ফসলি জমি কেটে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে আমরা দুটি অভিযান চালিয়ে অর্থদন্ড করেছি। বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।