শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

'ফরিদপুর চিনিকল' বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে মিছিল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'ফরিদপুর চিনিকল' বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে মিছিল

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান 'ফরিদপুর চিনিকল' বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে ফরিদপুর চিনিকল চত্বরে ফটক সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান ফটক সভায় বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বৃহত্তর প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য মতিয়ার রহমান মিঞা, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সিআইসি মনিরুল ইসলাম, নির্মল কুমার সরকার, ফরিদ হোসেন খান, গোলাম কিবরিয়া প্রমুখ। সভায় পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।

কৃষি বিভাগের সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় ফরিদপুর চিনিকল বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে ফটক সভা শেষে একটি প্রতিবাদ মিছিল চিনিকল এরিয়া প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে