হাবিপ্রবিতে আধুনিক যন্ত্র পরিচালনায় প্রশিক্ষণ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাবিপ্রবি প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের জন্য অত্যাধুনিক গবেষণা যন্ত্র 'আল্ট্রা হাই পারফর্ম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি' (ইইউএইচপিএলসি) পরিচালনার ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আগ্রহী শিক্ষকদের অংশগ্রহণে ইনভেন্ট টেকনোলজিসের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ের আয়োজন করে কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজি ইউনিট। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পোস্ট-গ্র্যাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. গোলাম রাব্বানী, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশিদ, কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. খালেদ হোসেন এবং কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ প্রফেসর ড. ইয়াছিন প্রধান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম। উলেস্নখ্য, ইইউএইচপিএলসি গবেষণা এবং পণ্য বিকাশে উলেস্নখযোগ্য অবদান রাখে। যন্ত্রটি ফার্মাসিউটিক্যালস, খাবার, জৈব রাসায়নিক গবেষণা, সিন্থেটিক পলিমার, বায়োমোলিকুলার স্টাডি এবং পরিবেশ পর্যবেক্ষণে ব্যাপক ব্যবহৃত হয়।