রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ডিসিকে প্রত্যাহার, হত্যার প্রতিবাদ ও ব্রিক ফিল্ড বন্ধের দাবিতে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক হত্যার প্রতিবাদে 'বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন'র মানববন্ধন -যাযাদি

গাইবান্ধার ডিসিকে প্রত্যাহারের দাবিতে, টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে এবং লক্ষ্ণীপুরের রামগতিতে অবৈধ ব্রিক ফিল্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গাইবান্ধা প্রতিনিধি জানান, অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুলকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে গাইবান্ধা সচেতন নাগরিক ও সুশীল সমাজ ব্যানারে মানববন্ধন হয়। পরে আন্দোলনকারীরা শহরের ব্যস্ততম ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সিদ্দিক আলম দয়াল। বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট বু্যরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক জোটের জেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, আইনজীবী সালাউদ্দিন কাশেম, মানবাধিকার কর্মী দিবা বেগম, সিনিয়র সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, শামীম আল সাম্য প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল (প্রতিনিধি) জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিনের উদ্যোগে সোমবার মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও ইউএনও'র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুছ ছোবহান, সুপার আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, নার্গিস বেগম, শিক্ষক আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম প্রমুখ।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে বৈধ কাগজপত্র ছাড়াই ব্রিক ফিল্ড নির্মাণে এবং পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার চর আলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর নেয়ামত গ্রামে ওই ব্রিক ফিল্ড নির্মাণের আয়োজন চলছিল। এরই প্রতিবাদে পরিবেশ ও গ্রাম রক্ষা কমিটির নামে একটি কমিটি গঠন করা হয়। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাখায়েত উল্যার নেতৃত্বে ওই কমিটি ও চর নেয়ামত গ্রামের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের রব রোড এলাকায় সোমবার মানববন্ধন করেন। এ সময় তারা দাবি করেন চর নেয়ামত গ্রামকে ব্রিক ফিল্ড মুক্ত রাখতে যেকোনো কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশ ও গ্রাম রক্ষার দাবি আদায় করে ছাড়বেন তারা। খবর পেয়ে দুপুরে রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন ফারায় সার্ভিস ও পুলিশ ফোর্স নিয়ে এলাকায় গিয়ে ব্রিক ফিল্ড নির্মাণের প্রস্তুতি বন্ধ করে দেন এবং এসময় ব্রিক ফিল্ড নির্মাণ বন্ধের আদেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে