গরু বিতরণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে অতিদরিদ্র পরিবারের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। রোববার নীলফামারী সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের চত্বরে বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা জামাল, সংরক্ষিত পৌরসভার কাউন্সিলর ও নারী উদ্যোক্তা মাহামুদা নাসরিন তন্নী তালুকদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শিরাজুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
মতবিনিময় সভা
\হনড়াইল প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সৈয়দ হাফিজুর রহমান বিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, চন্ডিবরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা কওসার উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় কান্তি সমাদ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মোল্যা, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহিদুর রহমান জাহিদ, শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুল, মাওলানা তৈয়েবুর রহমানসহ অনেকে।
গণসংযোগ
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আগামী ৯ মার্চ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রোববার পৌর এলাকার পাখিমারা, জিগাতলা গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর। তিনি এ সময় ইটভাটা শ্রমিকসহ দিনমজুর ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং আগামী ৯ মার্চ পৌরসভা নির্বাচনে আবারও বিজয়ী করতে আহ্বান জানান। এ সময় যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, লিটন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশিং সভা
ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নারায়ণপুর বাজারে ওসি তদন্ত ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসআই মাহাবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান কাউছার কাজল, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বণিক সমিতিরি সভাপতি মো. খোরশেদ আলম, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান জেকিসহ আরও অনেকে।
ক্রীড়া প্রতিযোগিতা
ম গেবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউরোপীয় ইউনিয়ন, পস্ন্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বনের আয়োজনে সাঁওতাল যুবাদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি স্কুল প্রাঙ্গণে আদিবাসী নেত্রী মারিয়া মুর্মুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী নাজমা বেগম, সাজেদা পারভিন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ কে এম মাহবুব আলম মুকুল, খিলন রবিদাস, মনির হোসেন সুইট প্রমুখ।
উঠান বৈঠক
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় 'আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন' শীর্ষক কর্মশালা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নে পাড়াগড়মা এলাকায় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাস পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী। এ সময় কৃষিবিদ মো. জিয়াউর রহমান, কৃষিবিদ সালমা আক্তার, নেত্রকোনা জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু, কৃষিবিদ সাধন কুমার গুহ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরাপুর শ্মশান কালী মন্দিরের সন্নিকটে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার অমূল্য-ক্ষিরোধ বাসিনী ট্রাস্টের সভাপতি বাবু অজিত কুমার সাহার সভাপতিত্বে ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. অজন্তা রানী সাহাসহ কয়েকজন ডাক্তার কয়েকশ রোগীর নাক-কান-গলা, শিশু বিষয়ক চিকিৎসা সেবা, কার্ডিওলজি চিকিৎসা সেবা, গাইনি ও প্রসূতি সেবা ও মেডিসিন বিষয়ক চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জহির উদ্দিন কাজল, সুখন দত্ত, রমেন্দ্র সাহা।