সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
সমাবেশ অনুষ্ঠিত
\হস্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সদর উপজেলার উত্তরা বীজ হিমাগার লিমিটেডের কৃষক ও এজেন্ট সমাবেশ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এজেন্ট সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। উত্তরা বীজ হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল পারভেজ, রূপালী ব্যাংক নীলফামারী শাখার ম্যানেজার মাসুদ রানা, আলু চাষি আমিনুর রহমান প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণ
লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রোববার আলীকদম উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উৎসাহ প্রদান, বান্দরবান রিজিয়নের পক্ষ হতে আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধানে আলীকদম উপজেলার ও লামা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের (১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী) নিকট সর্বমোট ৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
\হআটঘরিয়া উপজেলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষা গত শনিবার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়, খিদিরপুর উচ্চ বিদ্যালয়, পারখিদিরপুর উচ্চ বিদ্যালয়, একদন্ত উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সড়াবারিয়া উচ্চ বিদ্যালয়সহ ১০ শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসক নিয়োগ
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়। সদ্য নিয়োগ প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেন। হাটহাজারী পৌরসভা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর উপধারা (১) অনুযায়ী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবর্ধনা প্রদান
ম কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে শনিবার বিকালে কেশবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেস ক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খান। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেশবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল ফুয়াদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।
বর্ধিত সভা
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাঁশখালী উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আরিফ মাঈনুদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য- আতাউর রহমান কাদের চৌধুরী, মোহাম্মদ শাহাদাৎ হোসেন। খোরশেদ আলম পাশা, জাহেদুল আলম মিজান, জামাল উদ্দীন, মনছুর আলম, আবদুল জব্বার, মুজিবুল আলম মুজিব।
সংবর্ধনা প্রদান
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, 'সাঘাটা-ফুলছড়ির চরাঞ্চলকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত স্মার্ট ও দৃষ্টিনন্দন অঞ্চল গড়ে তুলতে চাই। শনিবার কলেজ মাঠে প্রতিষ্ঠানের সভাপতি ডা. মারিয়াম জামান শেখার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রভাষক বিষ্ণুপদ সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লুৎফর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর, সহকারী পরিচালক আনোয়ার পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, উপজেলা
আওয়ামী লীগ সভাপতি সামশীল আরেফিন টিটু।
সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ। সভায় জেলা উন্নয়ন কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
\হ
সংবর্ধনা প্রদান
ম ফরিদপুর প্রতিনিধি
পাখি কাব্যের কবি বাংলা একাডেমি পদকে ভূষিত ইনাম আল হককে ফরিদপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায় কর্মকার, আলোকচিত্রী ফরিদী নোমান, মুক্তা খান, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
দোয়া মাহফিল
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
\হদেবোত্তর ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতা আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল কুদ্দুস মোলস্নার স্মরণে তার মৃতু্য দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম এবং করেন কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
ধর্মীয় আলোচনা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরাপুর শ্রী শ্রী মহাশ্মশান ও কালী মন্দির ভক্তবৃন্দের উপস্থিতিতে ৬ দিন ধর্মানুষ্ঠান, গীতাপাঠ ও ২৪ প্রহর ব্যাপী ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বাবু অজিত কুমার সাহা। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় বিষয়ে আলোচনা ও ২৪ প্রহর ব্যাপী সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
শোকসভা
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের টানা ২০ বছরের সাধারণ সম্পাদক, দুইবারের সফল চেয়ারম্যান প্রয়াত হাসান জামান বাচ্চুর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে চিকনদন্ডী স্টুয়ার্ড ক্লিনিক মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। মুজিবুর রহমান ও শওকত আকবরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
সাধারণ সভা
ম নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৩৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সৈনিক হোটেলে সভায় অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু জাহেরের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল ইলাম, সার্জেন্ট নাছির উদ্দিন ভুইয়া, সার্জেন্ট আমানউলস্নাহ, সার্জেন্ট কাউসার আলম, লান্স কর্পোরাল দুলাল মিয়া, কর্পোরাল নোয়াব আলী মেম্বার, কর্পোরাল আতিকুর রহমান, মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন।
মহোৎসব অনুষ্ঠিত
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে হাজার হাজার মতুয়াভক্ত দর্শনার্থীর অংশগ্রহণে তিন দিনব্যাপী বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। চর বড়বাড়িয়া পূর্বপাড়ার বৈদ্যবাড়িতে মতুয়া ভক্তদের আয়োজনে হরিলীলামৃত পাঠ, হরিসংগীত, মহোৎসব ও কবিগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বৈদ্যবাড়ি সর্বজনীন হরি মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সম্মানিত অতিথি ছিলেন মতুয়ামাতা শ্রী সুবর্ণাদেবী ঠাকুর। অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন করেণ বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল।