বগুড়ার ধুনটে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছেলে। শনিবার সন্ধ্যায় ধুনট মডেল প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদু্যৎ।
লিখিত বক্তব্যে রাজ্জাকুল কবির বিদু্যৎ বলেন, '২০১৭ সালে আমার বাবা রমজান আলী আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে তার ৩ মেয়ে ও ৩ ছেলেকে জমি দলিল করে দেন। কিন্তু আমি তারপরও ওয়ারিশ হিসেবে জমি দাবি করিনি। পরবর্তীতে আমার বাবা রমজান আলী ও ভাই রফিকুল ইসলাম শাহীন আমার ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন বাড়ির ভাগ দাবি করেন। কিন্তু আমার ক্রয়কৃত সম্পত্তি হওয়ায় তাদের দাবি অস্বীকার করি। এরপর থেকেই আমার বাবা রমজান আলী ও ভাই রফিকুল ইসলাম শহীন আমাকে হয়রানি করতে আমার বিরুদ্ধে ধুনট থানায় ৪টি মিথ্যা অভিযোগ দায়ের করেন। যার তিনটি অভিযোগ জিডি হিসেবে নিয়েছে পুলিশ।'
তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।