বান্দরবানের লামা উপজোলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা বাজারে ভয়াবহ আগুনে আটটি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন। আহতদের লামা ও চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ইয়াংছা বাজারে একটি জ্বালানি তেলের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন বলেন, 'ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় আটটি দোকান ও বসতবাড়ির সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ১৫ মিনিটের মধ্যে আমার টিম ঘটনাস্থলে পৌঁছে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।