সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতপুরে অবৈধভাবে চাল মজুত করায় ব্যবসায়ীর অর্থদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দৌলতপুরে অবৈধভাবে চাল মজুত করায় ব্যবসায়ীর অর্থদন্ড

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে চাল মজুতের দায়ে এক চাল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তথ্যে জানা যায়, খলিশাকুন্ডি বাজারে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত রাখায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন অনুযায়ী মেসার্স সুইট স্টোর'র মালিক দাউদ হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে