শিবচর হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
নানা আয়োজনে সারাদেশে চলছে হাইওয়ে পুলিশসেবা সপ্তাহ ২০২৪। গত ১৩ ফেব্রম্নয়ারি এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যা আগামী ১৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলবে। এরই অংশ হিসেবে মাদারীপুর শিবচরে সড়ক মহাসড়কে চলাচল ও দুর্ঘটনা রোধকল্পে ও সড়কের আইনকানুন, নির্দেশনা, ট্রাফিক আইন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কাউট সদস্যদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এ ছাড়াও স্কাউট সদস্যদের হাইওয়ে পুলিশ কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হয়। শনিবার শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মেদের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও হেল্পারদের নিয়ে রাস্তা পারাপার-সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা করে। এ সময় উপস্থিত ছিলেন- সার্জেন্ট আশিকুজ্জামান মলিস্নক, এটিএসআই মিজানুর রহমান, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রম্নপের সিনিয়র রোভার মেট সজিব খান, রোভার মেট তানভীর রায়হান, ইয়াকুব আলী, সদস্য মাহিম খান, শাকিল মাতুব্বর, ইয়াসিন, স্বরূপ পাল, জুবায়ের হোসেন, বাধন দাসসহ শিবচর হাইওয়ে পুলিশ সদস্যরা।