কেরানীগঞ্জে কৃষকের ২ শতাধিক কলাগাছ কাটল দুর্বৃত্তরা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে কৃষকের প্রায় ৩৩ শতক জমিতে রোপণ করা প্রায় ২৫০ কলাগাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। কৃষক আলী হোসেন জানান, 'রাতের আঁধারে কোনো এক সময় ফলন্ত কলাগাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতোমধ্যে এই কাজে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। এবার কলার আবাদও ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরই মধ্যে কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, 'অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'