ঘাটাইলে বাসচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃতু্য

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃতু্যর হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় আরও ৫ জনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর মৃতু্যর হয়েছে। শনিবার ঘাটাইল-গোপালপুর আঞ্চলিক সড়কের শালিয়াজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঘাটাইল বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে রাতুল ও উপজেলার হরিপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রিয়াদ। স্থানীয়রা জানান, মোটর সাইকেল যোগে রাতুল ও রিয়াদ যাওয়ার সময় ঘাটাইল-গোপালপুর আঞ্চলিক সড়কের শালিয়াজানি মজিদপুর এলাকায় অজ্ঞাত এক বাসের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই রাতুলের মৃতু্য ঘটে। আহতবস্থায় রিয়াদকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃতু্য ঘটে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, ট্রাফিক পুলিশে কর্মরত দুপচাঁচিয়ার মওলা বক্স সরকার (৫৩) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মওলা বক্স দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। নিহতের ছোটভাই নবিউল ইসলাম জানান, তার ভাই মওলা বক্স ঢাকার গাবতলীতে কর্মরত ছিলেন। ১৩ ফেব্রম্নয়ারি দ্রম্নতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গত শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফফার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। রোববার মণিরামপুর পলস্নীবিদু্যৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাকা আলী বিশ্বাসের ছেলে। ঘাতক পরিবহণটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে। মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘাতক নিউ হানিফ পরিবহণটিকে উপজেলার কুয়াদা এলাকা থেকে আটক করা হয়েছে এবং থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মদন (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে হেনট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। রোববার নেত্রকোনা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি তালুকদার মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই'র মেয়ে। মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হেনট্রলিসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মজনু মিয়া (৪৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। শনিবার আদমজী-নারায়ণগঞ্জ সড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোচালক শাওনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত মজনু সিদ্ধিরগঞ্জের পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। আটক শাওন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আল-আমীন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমীন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের রবকুল আমিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশ এখনো দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।