যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আ'লীগ সরকার ইতিহাস করেছে -ইমরান আহমদ এমপি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইমরান আহমদ এমপি -যাযাদি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, 'যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার ইতিহাস সৃষ্টি করেছে। মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ রাস্তা প্রতিষ্ঠা করে সরকার গ্রামীণ জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। গ্রামীণ উন্নয়ন অবকাঠামো নির্মাণে বর্তমান সরকার সর্বদা আন্তরিকভাবে কাজ করছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট।' রোববার সিলেটের গোয়াইনঘাটে উপজেলার গোয়াইনঘাট জিসি-নন্দিরগাঁও ইউপি ভায়া জলুরমুখ বাজার রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে ইমরান আহমদ এমপি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি এমএ মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন প্রমুখ।