সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ফকিরহাটে সুখী মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফকিরহাটে সুখী মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

'সুখী' বাস্তবায়িত চলমান সফল শিক্ষা কার্যক্রম 'আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম'-এর বিরুদ্ধে একটি মহল ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যক্রমটি বন্ধ করাসহ ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে শনিবার ফকিরহাটের আট্টাকা সুখী মানুষ-এর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ সময় বক্তব্য রাখেন সুখী মানুষ আওতাধীন প্রোগ্রামের সুপারভাইজার চম্পা বেগম, শিক্ষক শেখ কামাল হোসেন, আকলিমা বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাজুল ইসলাম তাজ, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সরদার নিশাত, সুপারভাইজার শেখ আল-আমিন, শামীম হাসান, মোস্তাহিদ বিলস্নাহ, মাধব কুমার শীলসহ অন্যরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রম্নত এই কুচক্রি মহলটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে