মোড়েলগঞ্জে রাতের আঁধারে এলজিইডির রাস্তা কাটার অভিযোগ
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি হাসেম খার হাট এলাকায় রাতের আঁধারে এলজিইডির গ্রামীণ রাস্তা কেটে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। যা নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে সরকারি পিচের রাস্তা কেটে পানি প্রবেশ করানোর ঘটনায় এলাকাবাসীর পক্ষে স্থানীয় দৈবজ্ঞ্যহাটি ইউয়িনের ৭নং ওয়ার্ড মেম্বার আবু জাফর হাওলাদার গত বুধবার উপজেলা প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এলাকার জনৈক সোহেল হাওলাদার ও শহীদ হাওলাদাররা হাসেম খার হাট এলাকার এলজিইডির নির্মাণ করা পিচের রাস্তা কেটে পানি সরবারহের জন্য পাইপ বসায়। রাতের আঁধারে এ ঘটনার সময় স্থানীয়রা জানতে পেরে সরকারের ৯৯৯ নম্বরে ফোন করে। ওই ফোন পেয়ে স্থানীয় সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতেই ঘটনাস্থলে আসে এবং পরিদর্শন করে চলে যায়। তবে পুলিশ আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়ে ইউপি মেম্বার আবু জাফর হাওলাদার বলেন, 'এলজিইডির নির্মাণ করা এ পিচের রাস্তা কেটে ফেলার ঘটনায় উপায়ন্তর না পেয়ে এলাকাবাসীর পক্ষে আমি নিজেই মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।'
মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বেআইনিভাবে সরকারি রাস্তা কেটে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় মেম্বরের দেওয়া অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।'