ধুনটে তিন ভাইকে মেডিকেলে পড়তে এমপির আর্থিক সহায়তা
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধুনট (বগুড়া) প্রতিনিধি
মেডিকেল কলেজে পড়াশোনার জন্য বগুড়ার ধুনট উপজেলার ট্রিপলেট বা ত্রেতা ভাইকে (একই সঙ্গে জন্মগ্রহণ করা তিনজন) আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ মজিবর রহমান মজনু। বৃহস্পতিবার বিকালে বথুয়াবাড়ী গ্রামের ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এই সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ। উলেস্নখ্য, ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রামের শিক্ষক প্রয়াত গোলাম মোস্তফার যমজ তিন ছেলে শাফিউল হাসান, মাফিউল হাসান ও রাফিউল হাসান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় তাদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় তাদের সংগ্রামী বিধবা মা আরজিনা বেগম।