তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে -সাজ্জাদুল হাসান এমপি
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের স্মার্ট ও কর্মধক্ষ্য এবং তাদের জন্য কর্মের সুযোগ তৈরি করে দিতে হবে। মোহনগঞ্জ নির্বাচনী এলাকায় সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বক্তব্যে বলেন। তিনি শুক্রবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা সব শ্রেণির জনপ্রতিনিধি ও সব সরকারী কর্মকর্তাদের সঙ্গে এলাকায় উন্নয়নের পরিকল্পনা বিষয়ে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, মোহনগঞ্জ থানা রোডে ছায়ানীড়ে, শহীদ আলী উসমান ময়দানে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর ২৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মোহনগঞ্জ তেঁতুলিয়া থেকে গাহলাজুর পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার সড়ক ও মোহনগঞ্জ পাইলট স্কুলের সামনে থেকে পৌরসভার সামনে পর্যন্ত ওভারব্রিজ এবং আদর্শনগরে ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, খালিয়াজুড়ীতে নার্সিং ইনস্টিটিউট, খালিয়াজুড়ীর নগর ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মদন উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), মদন গোবিন্দশ্রী ইউনিয়নে ১০ শযা্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র অনুমোদন করা হয়েছে।