সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ফেলার প্রতিবাদে জাবি ছাত্রলীগ নেতার অনশন

জাবি প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ফেলার প্রতিবাদে জাবি ছাত্রলীগ নেতার অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শাখা ছাত্রলীগের এক নেতা। বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে তিনি এ অনশন কর্মসূচি শুরু করেন।

অনশনরত ঐ ছাত্রলীগ নেতা এনামুল হক এনাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

এনামের দাবিগুলো হলো- বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননাকারীদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, বিশ্ববিদ্যালয় ও জাতীয় আইনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, আট দিন পার হলেও জড়িতদের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের উদাসীনতা বিষয়ে তদন্ত করা।

এনামুল হক এনাম বলেন, 'বঙ্গবন্ধু সকলের নেতা। একটি গোষ্ঠী সবসময়ই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ঘৃণ্য চেষ্টায় লিপ্ত। ছবি মুছে ফেলার পর আটদিন হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। অনেক চাপাচাপির পর তদন্ত কমিটি করা হয়েছে।'

বিচার না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন উলেস্নখ করে বলেন, প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছিলেন। আমাকে অনেকভাবে বুঝিয়েছেন, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি ঘটনায় জড়িতদের বহিষ্কার না করা পর্যন্ত আমি উঠবো না। ঘৃণ্য এই অপকর্মের বিচারের আগে জীবন গেলেও অনশন ভাঙবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে