সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
হাসপাতাল পরিদর্শন ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স (হাসপাতাল) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের উপসচিব ফাতেমা তুজ জোহরা। বৃহস্পতিবার সকালে তিনি পরিদর্শনে আসেন এ সময় শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. রাশেদুজ্জামান রাতুলসহ স্বাস্থ্য বিভাগের অন্যরা উপস্থিত ছিলেন। দুর্ধর্ষ চুরি ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়া সরকারি কলেজে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা গ্রিল কেটে তালা ভেঙে আলমারিতে রক্ষিত কাগজপত্র তছনছ করে নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়। তবে ল্যাপটপ কম্পিউটার এসব কিছু খোয়া যায়নি। শুক্রবার মধ্যরাতের পর কোনো একসময় ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাঁথিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক জানান, এ দিন রাতে কলেজের নাইট গার্ড আব্দুল জলিল অসুস্থ থাকায় সে রাতে বাড়িতে ছিল। বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধ চোরেরা অফিস বস্নকের ওয়াশ রুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস রুমের তালা খুলে বেশ কয়েকটি আলমারির কাগজপত্র তছনছ করে এবং ৮ হাজার টাকা নিয়ে যায়। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। চোরেরা ল্যাপটপ কম্পিউটার অনেক কিছু ছিল কিন্তু এর কিছুই নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাহফিল অনুষ্ঠিত ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদের উন্নয়নকল্পে এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব?্যবসায়ী মঈনুল ইসলাম শামীম। বৃহস্পতিবার রাতে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কামাল পাশা মন্ডলের সভাপতিত্বে ও পেশ ইমাম নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে মাহফিলে ওয়াজ ফরমায়েশ করেন টাংগাইলের সখিপুর কালিয়া জামে মসজিদের খতিব হাফেজ মওলান মোহাম্মদ তালহা বিন মজিবুর রহমান, প্রধান পৃষ্ঠপোষকতায় তৌহিদুল ইসলাম (বাদল মন্ডল) অন্যদের মাঝে ওয়াজ করেন মওলানা মোহাম্মদ মোকাদ্দেস হোসেন, হজরত মওলানা ওয়াহেদুজ্জামান ফারুকী। সংবর্ধনা অনুষ্ঠিত ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোলস্না সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহা. মোবারুল ইসলাম, এফবিসিসিআই-এর পরিচালক মো. আলী হোসেন শিশির, মো. জাকির হোসেন ভূঁইয়া, পরিচালনা কমিটির দাতা সদস্য আ. কাইউম মোলস্না, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত, সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান। এ সময় ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, পাঁচদোনা স্যার কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিলস্নাহ উপস্থিত ছিলেন। ছাতা বিতরণ ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান করেন অনিল দাস ফাউন্ডেশন গ্রন্থাগার। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবর্ণা রানী দাসের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দীন মন্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোলস্না, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন মিয়া, সহকারী শিক্ষক স্নিগ্ধা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিল দাস ফাউন্ডেশনের সভাপতি অজয় দাস, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরিফ মিয়া। মতবিনিময় সভা ম দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের দেলদুয়ারে 'টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাঁটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাস্ট্যান্ট সড়ক' আঞ্চলিক মহাসড়কের যথাযথমান ও প্রশস্ততা উন্নতিকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহ. আলিউল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ। সভা অনুষ্ঠিত ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করতে একটি পরিবার নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল গোলচত্ব্বর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেবি গ্রম্নপের চেয়ারম্যান সেলিম প্রধান (ডন সেলিম)। সভায় বক্তব্য রাখেন লে. জেনারেল পিএসসি (অব.) নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সুলতানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ডন সেলিম বলেন, যে কোনোভাবেই হোক রূপগঞ্জকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। দোয়া মাহফিল ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ড মালিকের বাড়ি শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরুল ক্বারার হাফিজিয়া কাওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দারুস সুন্নাহ সাফিয়া খানম মাদ্রাসার প্রতিষ্ঠিতা বাবুল সরকারের সভাপতিত্বে ও মাওলানা মো. জাকির উলস্নাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাছা থানা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুলস্নাহ আল মামুন মন্ডল, বিশেষ অতিথি গাছা থানা আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম হারুন সিপাহি ও প্রধান বক্তা ছিলেন মুফতি আতিকুল রহমান।