সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি

কাউন্সিল অনুষ্ঠিত ম ইবি প্রতিনিধি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাহমুদুল হাসানকে সভাপতি ও নুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ-সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা, কোষাধ্যাক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব ও ক্রীড়া সম্পাদক তানিম তানভীর। বৃত্তি প্রদান ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালীতে অ্যাডভোকেট আলী হায়দার চৌধুরী মেমোরিয়ালের পক্ষে অধ্যাপক ডা. মোহাম্মদ আলমগীর চৌধুরী ১৫ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সংবর্ধিত অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন শেখ আলী মো. মুজতবা চৌধুরী মিশু প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর ঐতিহাসিক ডাকবাংলা-সংলগ্ন মাঠে গত বৃহস্পতিবার রাত্রে ডাকবাংলা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের লাল সবুজ-কে ট্রার্নিং পয়েন্ট ৩০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। এই ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ আজিজ খান সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আব্দুলস্নাহ খান, বিশেষ অতিথি সহকারী জজ মোহাম্মদ মোতাসিম বিলস্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ। উলেস্নখ্য, এই টুর্নামেন্টে ক্ষুদে দর্শক আরাফ ও তাহসিন খান সায়িদকে পুরস্কৃৃত করা হয়। চক্ষুসেবা ক্যাম্প ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি উপজেলার ফতেপুর ইউনিয়নের ছানাউলস্নাহপাড়ার এলাকাবাসীর উদ্যোগে গরিবে নেওয়াজ (রহ.)-এর ফাতেহা উপলক্ষে বিনামূল্যে চক্ষুসেবা, মানবতার কল্যাণে বস্নাড ডোনার্সের আয়োজনে বস্নাড গ্রম্নফ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দু'জন চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় কয়েকশ' রোগীকে সেবা প্রদান করা হয়। এছাড়া ফাতেহা উপলক্ষে খতমে কোরান, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরণ করা হয়। এ সময় মো. নাজিম, আইয়ুব, সেকান্দর, আবুল হোসেন, শফিকুল ইসলাম, জিয়া, বেলাল, ইকবাল, শিবলু মোরশেদ উপস্থিত ছিলেন। ঘর বিতরণ ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়া পালনের ঘর এবং দুধ দহন মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম, সাঘাটা থানার ওসি মমতাজুল হক, আওয়ামী লীগ সহ-সভাপতি হায়দার আলী, মোসলেম উদ্দিন বাবলু প্রমুখ। সংবর্ধনা প্রদান ম মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে দুই লেখককে নাগরিক সংবর্ধনা এবং বীরমুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে মির্জ আজম সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে কবি ও বঙ্গবন্ধু গবেষক সাইফুলস্নাহ মাহমুদ দুলাল, বিশিষ্ট নাট্যজন আসাদুলস্নাহ ফারাজীকে পুরস্কার প্রদান করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর মো. মাহাবুবর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দন, কবি ও বঙ্গবন্ধু গবেষক সাইফুলস্নাহ মাহমুদ দুলাল, বিশিষ্ট নাট্যজন আসাদুলস্নাহ ফারাজী। পরিষদ পরিদর্শন ম শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ইউএনডিপি বাংলাদেশ ও ইউরিপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এবং সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প সারা দেশের মতো মাগুরা জেলার সব ইউপিতে বাস্তবায়িত হচ্ছে। তারই ধারা বাহিকতায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে আসেন গ্রাম আদালত প্রকল্পের প্রজেক্ট অ্যানালিস্ট (ইউএনডিপি) শাহাদাত হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, মাগুরার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম প্রমুখ। কমিটি গঠন ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে সদস্য সচিব করে ৫৭ সদস্যবিশিষ্ট ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ৫১/এ পুরানা পল্টনের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনজুরুল আলম খাঁন, আব্দুল করিম সরকার, ড. ইফতেখার মোস্তফা, ড. এ কে এম ফারুক, ফজলুল করিম, রোশন আলী মাস্টার, অধ্যাপক নজরুল ইসলাম খানসহ আর ও অনেকেই আছেন। শিক্ষার্থীদের সংবর্ধনা ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শিক্ষার আলোই বাংলাদেশ (স্বেচ্ছাসেবী) সংগঠনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্‌ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। শিক্ষাবৃত্তি প্রদান ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, থানার ওসি সৈকত হাসান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।