কর্ণফুলীতে সরকারি বেদখল জমি উদ্ধার করল উপজেলা প্রশাসন

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ দখলে থাকা ৫৭ শতক পুকুর ও ভিটি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে জুলধা এলাকার জনৈক আবদুল মারুফ ও মো. আলী নামের দুই ব্যক্তির অবৈধ দখলে থাকা ৫৭ শতক খাস পুকুর ও ভিটি জমি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জমিতে সাইন বোর্ড ও লাল পতাকা দিয়ে সরকারের দখলে নেন কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান ও জুলধা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আহমদ নুর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৫৭ শতক জায়গা অভিযান চালিয়ে সরকারের দখলে এনেছি। কোন অবৈধ দখলদারের কাছে সরকারি জায়গা থাকতে পারবে না।