দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের নির্মাণ কাজ প্রায় সমাপ্ত। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
জানা যায়, ফটকটি নির্মাণের জন্য শিক্ষার্থীদের থেকে একটি ডিজাইন আহ্বান করা হয়। স্থাপত্য বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফার্নিয়া কবির ও তার দল ডিজাইটির জন্য নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এই ফটকের নকশা প্রণয়ন করে। ২০২৩ সালের জুন মাসে এর নির্মাণ কাজ শুরু হয়। ফটকটির মূল এন্ট্রি অংশ ২০ ফুট এবং পথচারী এন্ট্রি অংশ ১০ ফুট প্রশস্ত। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে অদ্যাবধি এই গেটের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে অপরিসীম। ভেতরে টিএসসি, ব্যাংক, ডি-বক্স, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা ও ব্যক্তিদের পদচারণায় মুখর থাকে এই গেটটি। এছাড়াও গেটের পাশে অনেক টঙ দোকান থাকায় সর্বদায় ব্যস্ততা লেগেই থাকে এই পথে।
কৃষি অনুষদের শিক্ষার্থী জাবির আল মামুন বলেন, 'দেড়িতে হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজ হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো অনেকটা পরিচায়ক হিসেবে কাজ করে।'
তিনি আরও বলেন, আর্টিকেল কিংবা নিউজে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফটকের ছবিগুলোই বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে, দৃষ্টিনন্দন ফটকগুলো একটি ভালো ইম্প্রেশন তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখে।
বিশ্ববিদ্যালয়ের পস্নানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম বলেন, 'আমাদের প্রথম ফটকটি আগে থেকেই ছিল, এটি শুধু আধুনিকায়ন করা হয়েছে। প্রথম ফটকটি শুধুমাত্র প্রবেশদ্বার ছিল, যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব অসামঞ্জস্যপূর্ব হয়ে যাচ্ছিল। আধুনিকায়নের ফলে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। গেটটির কাজ প্রায় শেষ, খুব দ্রম্নতই উদ্বোধন করা হবে।'