হাবিপ্রবিতে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাবিপ্রবি প্রতিনিধি
১৪ ফেব্রম্নয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে 'সবার জন্য ভালোবাসা' সেস্নাগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। প্রতিবছরের মতো এবারও ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন বিভাগের শিক্ষার্থীরা। ২০১৮ সেশনের শিক্ষার্থীদের মাধ্যমে যাত্রা শুরু হওয়া এ প্রোগ্রামের এ বছর ৫ম পর্ব উদযাপিত হয়। দিনাজপুরের কাঞ্চন কলোনি এলাকায় দারুচ্ছুন্নাত জামেয়া-ই-নেছারিয়া দাউদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিলস্নাহ বোডিং এবং এতিমখানার শিশুদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফিন্যান্স বিভাগের প্রায় ৪০ শিক্ষার্থী ও ১ জন শিক্ষক নিয়ে সকালে এতিমখানার পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাইকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় এতিমখানার সব শিশু। ব্যতিক্রমী এ আয়োজন সম্পর্কে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক প্রভাষক শাকিলা জেবিন বলেন, প্রতিবছর ১৪ ফেব্রম্নয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে হাবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ 'সবার জন্য ভালোবাসা' শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। আয়োজন সম্পর্কে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল মালেক বলেন, এতিম, অবহেলিত শিশুদের দিনটি খুব ভালোভাবে উপভোগ করানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।