সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
অস্ত্র মামলার আসামিসহ চার জেলায় আরও ১১

অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ৩৬ জন আটক

স্বদেশ ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ৩৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ৩৬ জনকে আটক করেছে বিজিবি। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ চার জেলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৩৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার অভিযানে তাদের আটক করা হয়। এদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৩১ জনের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অবৈধ অনুপ্রবেশের ঘটনায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের মধ্যে ১৫ জন নারী এবং ১৬ জন পুরুষ। বাকি ৫ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮-বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, পাসপোর্টবিহীন কিছু মানুষ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সে সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা সময় কিছু মানুষকে আটক করা হয়। তখন আবার ভারতে প্রবেশের চেষ্টাকালেও কয়েকজনকে আটক করা হয়। আটক ৩৬ জনের মধ্যে বেশিরভাগই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, বিজিবি'র হাতে আটক ৩১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে। মূলত তাদের স্বাস্থ্যগত দিক ঠিক আছে কি না তা জানার জন্যই হাসপাতালে আনা হয়েছিল।

এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিজিবি কর্তৃক আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে পুলিশের অভিযানে ২৬টি মামলার আসামি মেহেদী মামুন অস্ত্রসহ আটক হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাছিমপুর-কলাকান্দি সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়।

আটক মেহেদী মামুন উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মতিন সরকারের ছেলে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, অস্ত্র আইনের ৩টি, ডাকাতির প্রস্তুতি মামলার ২টি এবং মাদক আইনের ১টিসহ ৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিল মেহেদী মামুন। এ ছাড়া মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দসু্যতা, চুরি, ডাকাতির প্রস্তুতি, দ্রম্নত বিচার, জাল নোটের মামলাসহ ২৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, সান্তাহারে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারিকালে বিভিন্ন ট্রেনের ১২টি টিকিটসহ হারুনুর রশিদ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনে টিকিট কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হারুনুর রশিদ নওগাঁ জেলা সদর উপজেলার দোগাছী গ্রামের মোহাম্মাদ নাজিমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- আমির হোসেন, আফসার, হবি হোসেন, মনির হোসেন, শ্যামল, পনির, শামীম ও হানিফ।

এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় লাখ লাখ টাকার জুয়ার আসর বসায়। কেউ বাধা দিলে তারা বাধাদানকারীদের হুমকি দেয়। এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদের মোটা অংকের বখড়া দিয়ে তারা সাড়াবছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, যারা জুয়ার সঙ্গে জড়িত থাকে তাদের সঙ্গে এলাকার চোর ডাকাতদের সখ্য থাকতে পারে। তাই তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালখালী ইউপির জামতলী এলাকা থেকে ইমন হোসেন (২৩) নামে যুবককে আটক করা হয়। আটক যুবক জামতলী এলাকার স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথাসময় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে