সেলাই মেশিন বিতরণ
ম গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কর্মমুখী ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। আলস্নামা আবুল খাইর ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দেওয়া সেলাই মেশিন দিয়ে কাজ করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন বলে জানান জেলা প্রশাসক। বিতরণকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম, আলস্নামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মিকাইল সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জুবায়ের আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢেউটিন বিতরণ
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারকে ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। বুধবার ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচএম নজরুল ইসলাম, বাবু স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সমাজসেবক শাহজাদা হাফেজ নুরুচ্ছাফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা
ম বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
২১ ফেব্রম্নয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার দাসসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি।
পরিচয়পত্র বিতরণ
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা।
স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের বারুইডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির চত্বরে ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতালের আয়োজনে ও এপেক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আজমল কবীর বাপ্পি, পূজা মন্দিরের শ্যামল পাল। এতে সভাপতিত্ব করেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান হাফিজুর রহমান।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মুহাম্মদ ইসহাক আলী।
পুরস্কার বিতরণ
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কারিয়াকৈরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার উত্তর লস্করচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।
সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মূল স্টেকহোল্ডারদের সঙ্গে সিভিএ বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের আফাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন- সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎনা বানু, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি খালেকুজ্জামান, সিবিএ কমিটির সভাপতি দুলাল উদ্দিন, সহায়তাকারী সেপু মিয়া প্রমুখ।
টাস্কফোর্সের সভা
ম জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সম্পর্কিত জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আবুল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. চৈতী রায়, জয়পুরহাট প্রেস ক্লাবের সাবেক সম্পাদক খ.ম আবদুর রহমান রনি, যুগ্ম সম্পাদক মাসুদ রানাসহ টাস্কফোর্সের বিভিন্ন সদস্যরা। সভায় মাদকের কুফল সম্পর্কে প্রচার বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সচেতনতামূলক সভা
ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিসংতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলার গাভা মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া খানম, নাগরিক উদ্যোগের কো-অর্ডিনেটর মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক কে.এম শফিকুল আলম জুয়েল, স্বপন কুমার বৈদ্য, ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ কবির, নাগরিক উদ্যোগের এরিয়া অ্যাকাউন্টস অ্যান্ড এডমিন রাজিব হালদার, পরিতোষ রায়। সভায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ফুলেল শুভেচ্ছা
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহণকারীদের রেজাউল করিম সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষার সামগ্রীও দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক সাব্বির আহম্মেদ, কার্যকরী সদস্য রিফাত হাসান, শাহরিয়ার শিহাব, বুলবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাছলিমা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, কচুয়া থানার তদন্ত অফিসার প্রভাষ চন্দ্র মলিস্নক, মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা আনিসুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা রায়হান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ। সভায় মাদক, জুয়া, বাজারের মেইন সড়কে যানজট ও বাজারে বর্জ্য অপসারণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অপরাজিতা প্রকল্পের নাটোর জেলা সমন্বয়কারী মজিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক, খান ফাউন্ডেশন সংস্থার অ্যাডভোকেসি সমন্বয়কারী শাহীনা লাইজু, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, ব্রহ্মপুর ইউপির চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
সরস্বতী পূজা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পূজা, যজ্ঞ ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্র্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা হয়।
বুধবার পীরগঞ্জ সরকারি কলেজের আয়োজনে পূজামন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।