নওগাঁয় মাদক মামলায় মুকুল হোসেন (৫০) নামে এক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস.এম. মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মুকুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রাষ ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌসুলী মোজাহার আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। ওই এলাকায় মাদক পরিবহণের সময় চার লক্ষ টাকা মূল্যের চলিস্নশ গ্রাম হেরোইনসহ আটক করা হয় মুকুলকে। ওইদিন মহাদেবপুর থানায় বাদী হয়ে মুকুলের বিরুদ্ধে মামলা করেন এসআই মামুনুর রশিদ।