বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ মৃতু্য

রাঙামাটিতে কাভার্ট ভ্যানের চাপায় প্রাণ গেল তিনজনের

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাঙামাটির কাউখালীতে কাভার্ট ভ্যানের চাপায় তিনজনের মৃতু্য হয়েছে। এছাড়াও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাউখালীতে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বৃস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন নীবর হোসেন (৫০), হানিফ (৫০) ও অপরজন অজ্ঞাত। আহতরা হলেন সৈকত চাকমা (২২), চালক নূরুল আজীম (৩৫) ও অজ্ঞাত ব্যক্তি। কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, দুর্ঘটনার পরে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি খাদে পড়ে গেছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ আদমদীঘি উপজেলা প্রতিনিধি মনজুরুল ইসলাম (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে মুরইল জয় ফিলিং স্টেশনের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজুরুল ইসলাম আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের মরহুম মোহাম্মদ আলী মাস্টারের ছেলে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আদমদীঘি প্রতিনিধি আরও জানান, আদমদীঘিতে মোটর সাইকেল-বাইসাইকেল সংঘর্ষে রতন ফকির (৩৫) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন ফকির আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আনু ফকিরের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল চালক রাকিবের (২৪) মৃতু্য হয়েছে। বুধবার উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের কিচক ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরগি ব্যবসায়ী রাকিব কালাই উপজেলার উদয়পুর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে।