শ্রীপুরে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের জামিন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
কারখানার ম্যানেজারকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ এনে দায়ের করা মামলায় গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-১ এর বিচারক এ জামিন মঞ্জুর করেছেন। এর আগে বুধবার রাত ১১টায় দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মিথ্যা ও সাজানো মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি জানিয়ে আসছিল চেয়ারম্যানের পরিবার ও সমর্থকরা। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিচার দাবিও করেন তারা। গ্রেপ্তারের বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্‌ জামান বলেন, 'মাওনা চকপাড়া এলাকায় ফরচুন গ্রম্নপের একটি কারখানার নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি ও কর্মচারীকে অপহরণের অভিযোগে মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় প্রধান আসামি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন গ্রেপ্তার করা হয়।