পঞ্চগড়ে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা এমপি -যাযাদি
পঞ্চগড় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এ সময় জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজাউল করীম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭ কোটি টাকা ব্যয়ে ঢাকার নর্দান টেকনো ট্রেড লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চগড় মডেল মসজিদের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। আগামী ২০২৫ সালের জুন মাসে জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে।