বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ে প্রথাসিদ্ধ পাঠদানের পাশাপাশি সহশিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে বসবে প্রাণের মেলা। মেধাকে স্বীকৃতি দেওয়া মানে মেধাকে প্রকাশ করার ও মেধাবী গড়ে তোলার অন্যতম প্রয়াস।'
বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী। আরও উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম।