সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ম বরিশাল অফিস

বরিশাল কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের আয়োজনে ও কোতোয়ালি মডেল থানার সহযোগিতায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

বসন্ত ও পিঠা উৎসব

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটমূলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব। বুধবার সকালে কলেজে চত্বরে ওই উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এ সময় বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান। কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক গোলাম রহমান প্রধান। এ সময় শিক্ষক পরিষদের সভাপতি আব্দুর রশিদ, শিক্ষক এহতেশামুল হক ও আন্দালিব এহসান দোলা, পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন।

পদক প্রতিযোগিতা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শিবগঞ্জ হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার এমদাদুল হক মন্ডল, পরিতোষ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক নাজনীন বানু, আব্দুল আজিজ, নান্নু মিয়া, ফজলুর রহমান, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, আব্দুর রহিম, বেলাল উদ্দিন, রুবেল মিয়া।

প্রস্তুতিমূলক সভা

ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল।

বিদায় অনুষ্ঠান

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ ফরহাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিবের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক মৃধা, ম্যানেজিং কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন খানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

পদক প্রতিযোগিতা

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে দৈনিক সমকাল চুনারুঘাট প্রতিনিধি নুর উদ্দিন সুমন এর বড় মেয়ে উম্মে হাবিবা জাহান সৌক। সে চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার পদক প্রতিযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জিলস্নুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

টিসিবির পণ্য বিক্রয়

ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল পৌরবাসীর জন্য টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র রাণীশংকৈল ডিগ্রি কলেজ কক্ষে। বুধবার সকালে পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের আওতায় সাধারণ মানুষের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে পৌবরাসীর হাতে টিসিবির পণ্য তুলে দিলেন। এ সময় এলাকার বিভিন্ন কাউন্সিলরসহ পৌরবাসী উপস্থিত থেকে এ পণ্য স্বল্পমূল্য ক্রয় করছেন, সোয়াবিন-১০০ টাকা লিটার, মসুরডাল ৬০ টাকা কেজি, চাল ৩০ টাকা কেজিতে পেয়ে অনেক খুশি। এ সময় সুবিধাভোগীরা বলেন- দীর্ঘদিন ধরে আমরা এ সুবিধা পেয়ে আসছি ৪৭০ টাকায় ২ লিটার সোয়াবিন, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল পাচ্ছি।

প্রশিক্ষণ কর্মশালা

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে সবজি চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন কুমার রায়, ফিল্ড প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সাগীর আহমেদ, প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। সমাপনী দিবসে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এসিও'র সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

শীতবস্ত্র বিতরণ

ম ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পৌরসভার সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাদাত আনোয়ার সাদী। মঙ্গলবার নাজিরহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে রোসাঙ্গিরী ইউপির সাবেক চেয়ারম্যান সফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম সবুজ, সদস্য নুরুল আলম, জালাল হোসেন, নাজিরহাট পৌর প্যানেল মেয়র মো. আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি নূর হোসেন।

প্রস্তুতিমূলক সভা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক।

বিদায় সংবর্ধনা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোনায়েম শাহ্‌ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অত্র বিদ্যালয়ের মাঠে পরিচালনা কমিটির সভাপতি মোস্তাকিমুল হায়দার খানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ-জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আমানত শাহ (র.) শরীফের শাহজাদা আমান উদ্দিন খাঁন, সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, যথাক্রমে- প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান।

প্রস্তুতি সভা

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাটে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযথভাবে পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোলস্না, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।

উঠান বৈঠক

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষানিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি উপকারভোগী পরিবার এতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। উঠান বৈঠকে পুষ্টি বিষয়ক আলোচনা করার পাশাপাশি তাদের বিনামূল্যে একটি পুষ্টি পেস্নট, একটি পুষ্টি কার্ড, দুটি করে ফলের চারা ও বিভিন্ন প্রকার বীজ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা শালিখার বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায়, ৩ দিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইরেসপো হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, বিআরডিবি মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইসরাইল হোসেন, এআরডিও (ইরেসপো) সঞ্জিব মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে