বীর মুক্তিযোদ্ধা বাবুর নামে টানেল সংযোগ সড়কসহ তিন স্থানের নাম

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সঙ্গে সংযুক্ত কর্ণফুলী টানেল সংযোগ সড়ক (এন-১১৫)সহ তিন স্থানের নামকরণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে। গত ১১ ফেব্রম্নয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক "আখতারুজ্জামান চৌধুরী বাবু জাতীয় মহাসড়ক" হিসেবে নামকরণ করা হয়। একই সঙ্গে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক চত্বরের নাম পরিবর্তন করে "আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর" ও শিকলবাহা ওয়াই জংশন/ক্রসিং এর নাম পরিবর্তন করে "আখতারুজ্জামান চৌধুরী বাবু ক্রসিং" নামে নামকরণ করা হয়। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে উলিস্নখিত সড়ক, ক্রসিং ও চত্বরের নাম বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু'র নামে নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগের দোহাজারী নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। তিনি বলেন, 'আমরা শিগগিরই মন্ত্রণালয়ের জারিকৃত এই প্রজ্ঞাপনের আলোকে ফলক বসিয়ে দেব।' টানেল সংযোগ সড়ককে "আখতারুজ্জামান চৌধুরী বাবু জাতীয় মহাসড়ক" নামে নামকরণ করায় কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, 'দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক বাবু ভাই আনোয়ারা-কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামকে নিয়ে ওয়ান সিটি টু টাউনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবু ভাইয়ের জ্যেষ্ঠপুত্র সাবেক সফল ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতধরে তা বাস্তবায়ন করেছেন। এখন বাবু ভাইয়ের নামে সড়কের নামকরণ করায় উপজেলা আওয়ামী লীগ ও কর্ণফুলীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং সড়ক ও সেতু মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।'