নেত্রকোনায় ২৭তম বসন্তকালীন সাহিত্য উৎসব
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
সুর, তাল, লয়, তবলার লহরা, বাঁশি, নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে নেত্রকোনাবাসী। বসন্তবরণ উপলক্ষে 'জীবন সাজাই, যুদ্ধ ভুলে শুদ্ধ হই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা সাহিত্য সমাজ জেলা শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক লাইব্রেরির বকুলতলা চত্বরে ২৭তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বসন্তকালীন সাহিত্য উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
সন্ধ্যা ৭টায় উৎসবের প্রধান আকর্ষণ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
এবার বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খানকে ২৭তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মতীন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুলস্নাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি মোহাম্মদ সাদিক এমপি, সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার, সাহিত্যিক ফারুক মহিউদ্দিন, কবি তুষার দাসসহ স্থানীয় কবি সাহিত্যিকরা। রাতে বাউল গান অনুষ্ঠিত হয়।