সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

একুশে পদক পাচ্ছেন দই বিক্রেতা জিয়াউল হক

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একুশে পদক পাচ্ছেন দই বিক্রেতা জিয়াউল হক

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদক প্রাপ্তদের তালিকায় জিয়াউল হকের নাম প্রকাশ করা হয়।

এ বছর একুশে পদক প্রাপ্তি-২০২৪ তালিকায় ২১ জনের বিভিন্ন শ্রেণিতে অবদান রাখার জন্য সম্মান সূচক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভূজা গ্রামের কৃতী সন্তান জিয়াউল হক। পেশায় দই বিক্রেতা হয়েও সমাজে রেখেছেন বিশেষ অবদান।

জিয়াউল হক বলেন, 'আমি নিজে অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারিনি, তাই আমি চাই না কেউ যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়। সেই থেকে আমি বেচি দই, কিনি বই। মূলত এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থীরা তার বই পড়ে-ই জীবনে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছেন।'

এছাড়াও তিনি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করেছেন। এলাকার সামাজিক তথা সমাজের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে জিয়াউল হকের বিশেষ অবদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে