সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির দু'টি ইউপির উপ-নির্বাচনে ৮৪ প্রার্থীর মনোনয়ন জমা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফটিকছড়ির দু'টি ইউপির উপ-নির্বাচনে ৮৪ প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দু'টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বমোট ৮ জন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৭৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসাইন, ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদুল আলম, ফটিকছড়ি প্রবাসী ভিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান এবং সায়মন আহমদ। নানুপুর ইউনিয়ন পরিষদের ৪ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী রোশন, সৈয়দ বদরুল হোসেন এবং মোহাম্মদ রেজাউল ইসলাম রুবেল।

মঙ্গলবার মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা। তিনি বলেন, 'অনেকটা উৎসব মুখর পরিবেশে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্ধারিত তারিখে যাচাই বাচাই শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ খিরাম এবং নানুপুর ইউপির প্রতিটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে