ধুনটে নবজাতক শিশু বিক্রি ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে এক কিশোরীর নবজাতক শিশুকে চুরি করে ১ লাখ টাকায় বিক্রির অভিযোগে বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই কিশোরী মায়ের অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেছে ধুনট থানা পুলিশ।
মামলায় আসামি করা হয়েছে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন (৫৮)-সহ আরও চারজনকে।
মামলা সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার মাহবুব ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন আয়শা খাতুন। কিন্তু জ্ঞান ফেরার আগেই ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজশে শিশুটিকে ১ লাখ টাকায় বিক্রি করে দেন রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগী আরও তিনজন। এরপর মেয়েটির জ্ঞান ফিরলে তার কাছ থেকে কিছু কাগজে স্বাক্ষর নেয় এবং এ বিষয়টি ধামাচামা দিতে মেয়েটি হুমকি দেওয়া হয়।