'রংপুর ইপিজেড' বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় 'রংপুর ইপিজেড' দ্রম্নত বস্তবায়নের দাবিতে শহরের চারমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর ইপিজেড বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মোতিন মোলস্না, জাসদ সভাপতি সেকেন্দার আলী, জেএসডি নেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ শরিফ আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সম্পাদক রাসেল কবির, রিপোর্টার ফোরামের সভাপতি শাহ অলম সাজু, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিলস্নুর রহমান, সাংস্কৃতিক কর্মী বিশিষ্ট ব্যবসায়ী বাবুলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী অলোক কুমার মোহন্ত, ক্রাইম রিপোর্টার ইউনিটের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।