শিবচরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর শিবচর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মেদের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মুন্সিবাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ্চর গোল চত্বর স্থানে এসে শেষ হয়। এ সময় গণপরিবহণ ও প্রাইভেট কার চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট, খাবার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহম্মেদ বলেন, 'হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ চলছে। এটি গত ১৩ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে চালক, হেল্পার, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।'
শোভাযাত্রায় মাদবরের চর ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, থানার অফিসার, সদস্য, মোটরযান চালক ও মালিক, এলাকার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।