রংপুর অঞ্চলের গাইবান্ধার পৃথক দুই প্রতিষ্ঠানে স্বাক্ষর জাল, ভুয়া নিবন্ধন সনদ ও ভুয়া নিবন্ধন সনদ দাখিল করে ৭৩ লাখ ২১ হাজার ৫৮০ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
গত ৩১ জানুয়ারি জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সাত্তার প্রধানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেন।
অন্য মামলাটি ৫ জনের বিরুদ্ধে করেন দুদক সহকারী পরিচালক হোসাইন শরীফ। আসামিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার সাখাওয়াত হোসেন, আতিকুর রহমান, মোবাশ্বেরা মাহমুদা, নাজমা বেগম ও দিল আফরোজ।
মামলার বিবরণে জানা গেছে, জুমারবাড়ি ইউপি সচিব আব্দুস সাত্তার এলজিএসপি-৩ প্রকল্পের কাজ চলাকালে ৪৩টি চেকের মাধ্যমে স্বাক্ষর জাল করে ৩০ লাখ ৪৭ হাজার ৫শ' টাকা আত্মসাৎ করেন।
অন্য মামলাটি হয় ভুয়া নিবন্ধন সনদ দাখিল করে সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এমইউ বহুমুখী দাখিল (ডিগ্রি) মাদ্রাসার ৫ শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে বেতন ভাতা বাবদ ৪২ লাখ ৭৪ হাজার ৫৮০ টাকা উত্তোলনের অভিযোগে।